নিজস্ব সংবাদদাতা : এবার ওয়াকফ সংশোধনী বিলের পক্ষে বিজেপির অবস্থানকে কড়া ভাষায় আক্রমণ করলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। তিনি বলেন, "আজ এই বিলের মাধ্যমে মুসলিমদের উপর আক্রমণ হচ্ছে, কাল খ্রিস্টানদের ওপর হবে, তারপর শিখদেরকে লক্ষ্যবস্তু করা হবে। বিজেপি ধারাবাহিকভাবে সংখ্যালঘুদের উপর এমন আক্রমণ চালিয়ে যাচ্ছে।"
/anm-bengali/media/media_files/LovsaMCvn7DhMSfj8yys.jpg)
তেজস্বী যাদব আরও অভিযোগ করেন, "বিজেপি কখনও চাকরি, মূল্যবৃদ্ধি, এবং দেশের অর্থনীতির মতো বিষয়গুলি নিয়ে কথা বলে না। তারা শিক্ষা, স্বাস্থ্য বা কৃষকদের বিষয়েও কথা বলে না। বরং দেশের ভেতরে বিভাজন সৃষ্টি করাই তাদের প্রধান লক্ষ্য। বিজেপির আসল মানে হল ‘বড়া ঝুঠা পার্টি’, তারা মিথ্যা বলার বিশেষজ্ঞ।"