নিজস্ব সংবাদদাতা: সোমবার থেকেই শুরু হয়েছে ওড়িশায় বিধানসভা অধিবেশন। আর অধিবেশন শুরুর তৃতীয় দিনেই সরগরম হয়ে উঠল বিধানসভা। ১৪ জন কংগ্রেস বিধায়ককে বিধানসভা থেকে বরখাস্ত করা হয় এদিন। আর তাতেই ক্ষুব্ধ হয়ে ওঠে বিজেপি বিরোধী বিধায়করা।
/anm-bengali/media/media_files/2025/03/26/d0KjSv9uUz07eWLf3FID.png)
এদিন এই বিষয়ে কংগ্রেস নেতা তারা প্রসাদ বাহিনীপতি বলেন, “বিজেপি সরকার ভীত এবং সেই কারণেই তারা আমাদের হাউস থেকে বরখাস্ত করেছে। বিধানসভার গেটে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তারা কংগ্রেস বিধায়কদের বিধানসভায় প্রবেশ করতে দিচ্ছে না”।