নিজস্ব সংবাদদাতা: শীত পার হয়ে এখন বসন্ত। দোড়গোড়ায় বসন্ত উৎসব। তার আগেই গ্রীষ্মের দাবদাহের হাতছানি। মার্চের শুরু থেকেই মালুম পাওয়া যাচ্ছে গরমের। সূর্যের রক্তচক্ষু দেখাতেও কোনও খামতি নেই। আর এই আবহে শিশুদের সুরক্ষা নিয়ে উদ্বেগে বাবা-মায়েরা। সন্তানদের সুরক্ষা নিয়ে চিন্তিত তারা। গ্রীষ্মের আগেই বসন্তের শুরুতেই নানারকম রোগ বা অসুখ হতে পারে শিশুদের।
সম্প্রতি গুলেনবেরি সহ বেশ কিছু রোগের উৎস দেখা গিয়েছে। বিষয়টি নিয়ে সচেতনতার বার্তা দিয়েছেন চিকিৎসকরা। আবহাওয়ার পরিবর্তন, তাপমাত্রার বাড়বাড়ন্তের কারণে শিশুদের সুরক্ষা নিয়ে কী বলছেন চিকিৎসকরা।
/anm-bengali/media/media_files/2025/03/04/qJaZIijonw0mxG6tgY90.jpg)
চিকিৎসক অপূর্ব ঘোষ বলেন, "এবারের জন্য আলাদা বিশেষ কিছু চিন্তার কোনও কারণ নেই। ভয় পাওয়ারও কোনও বিষয় নেই। সাধারণ খাওয়া দাওয়াই চলবে। বাইরের খাবার ও জল যেন না খায় শিশুরা সেদিকে নজর দিলেই হবে।"
তিনি আরও বলেন, "মাতৃদুগ্ধ পান করা শিশুরা বা ছমাস অতিক্রান্ত সদ্যোজাত শিশুরা বাইরের কোনওরকম কেনা খাবার না খায়। এক্ষেত্রে বাড়ির তৈরি খাবারই শিশুদের জন্য দিতে পারলে তাঁরা অনেক বেশি সুরক্ষিত থাকবে।"