নিজস্ব সংবাদদাতাঃ আপনি কি দীর্ঘদিন ধরে আমাশাজনিত ভুগছেন ? তাহলে আপনার প্রতিকারের একমাত্র পথ হল হোমিওপ্যাথি চিকিৎসা। হোমিওপ্যাথি চিকিৎসায় এই রোগের প্রতিকার রয়েছে খুবই সহজে। আসুন জেনে নিই।
/anm-bengali/media/post_attachments/f16f642e-b26.png)
আমাশয় বা ডিসেন্ট্রি একটি গুরুতর পেটের রোগ যা প্রধানত অন্ত্রের প্রদাহের ফলে হয়। হোমিওপ্যাথি চিকিৎসকদের মতে, এই চিকিৎসার জন্য রোগীর লক্ষণ ও শারীরিক অবস্থার উপর ভিত্তি করে নির্দিষ্ট ওষুধ বেছে নেওয়া হয়। তা হল, ১) আর্সেনিকাম অ্যালবামঃ এটির ডোজ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ৩০C বা ২০০C, দিনে ২-৩ বার।
/anm-bengali/media/post_attachments/healthshots/en/uploads/2023/05/09195444/diarrhea.jpg)
২) মারকিউরিয়াস কররোসিভাসঃ এটির ডোজ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ৫C বা ৩০C, দিনে ২-৩ বার।
৩) চায়নাঃ এটির ডোজ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ৬C বা ৩০C, দিনে ২-৩ বার।
৪) পডোফাইলামঃ এটির ডোজ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ৩০C, দিনে ২ বার।
৫) আলোইসঃ এটির ডোজ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ৩০C, দিনে ২-৩ বার।
৬) মারকিউরিয়াস কররোসিভাসঃ এটির ডোজ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ৬C বা ৩০C, দিনে ২-৩ বার।
/anm-bengali/media/post_attachments/content/images/articles/319/319995/a-view-of-a-mans-leg-who-is-having-chronic-diarrhea.jpg)