নিজস্ব সংবাদদাতাঃ চন্দননগর হাসপাতালের অপারেশান থিয়েটারে আগুন লাগার ঘটনা ঘটে! দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল সাতটা দশ মিনিট নাগাদ চন্দননগর মহকুমা হাসপাতালের দোতলায় মেইন ওটি থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়।
জানা গিয়েছে, রোগীর পরিজন সে সময় যাঁরা ছিলেন, তাঁরা প্রথম আগুন দেখতে পান। এই ঘটনা প্রকাশ্যে আসতেই মুহূর্তের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। ওটির পাশেই রয়েছে শিশু বিভাগ। আতঙ্ক তৈরি হয় হাসপাতাল চত্বরে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
দমকল আধিকারিকরা জানান, হাসপাতালের দোতলায় ওটি রুমে এসির ইলেকট্রিক কেবলে আগুন লাগে। আগুনের ভয়াবহতা না থাকলেও ধোঁয়া খুব বেশি ছিল। যে কারণে একটা চাঞ্চল্য ছড়ায়। মিনিট কয়েকের মধ্যেই ভিতরে ঢুকে সেটা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।
এই বিষয়ে হাসপাতাল সুপার বলেন, "এসি থেকে আগুন লেগেছিল। ওটি চলছিল না। কারোর কোনও ক্ষতি হয়নি। ওটি সেই সময় চালু হয়নি। এসি ছাড়া কোন কিছু ক্ষতি হয়নি।"