নিজস্ব সংবাদদাতাঃ হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির আহ্বান জানিয়ে জেরুজালেমে একটি মিছিল চলছে বলে জানা গিয়েছে। সূত্রে খবর, মিছিলটি জেরুজালেমের উপকণ্ঠে অবস্থিত মেভাসেরেত সিয়োনে পৌঁছেছে।
জানা গিয়েছে, মিছিলকারীরা বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছানোর পরিকল্পনা করছেন।
/anm-bengali/media/media_files/9YOWxscR56hoKCcGakkl.jpeg)