নিজস্ব সংবাদদাতা: মহিলা সংরক্ষণ বিল বা নারী শক্তি বন্দন অধিনিয়াম এখন ভীষণ চর্চিত রাজনৈতিক আঙিনায়। রাজ্যসভা, লোকসভা উভয় কক্ষেই পাশ হয়েছে এই বিল। বিশাল সংখ্যক ভোট নিয়েই পাশ হয়েছে বিল। এবার এই প্রসঙ্গে চাঞ্চল্যকর তথ্য সামনে নিয়ে এলেন অনুরাগ ঠাকুর।
কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন, “গত ৩০ বছরে কেউ যা করতে পারেনি, তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে সম্ভব হয়েছে। যা থেমে গিয়েছিল অতীতে তা এবার ধাক্কা খেয়ে এখন সঠিক পথে সঠিক গন্তব্যে পৌঁছে গেছে। আজ দেশের নারীদের জন্যে যা করা সম্ভব হল, তা বিশ্বের বহু দেশেই এখনও সম্ভব হয়নি। আমরা মধ্যরাতে ইতিহাস তৈরি করলাম”।