নিজস্ব সংবাদদাতাঃ লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটগ্রহণ শেষ হয়েছে। দেশ জুড়ে চলছে পঞ্চম দফার ভোট প্রচার পর্ব। ভোটপর্ব চলাকালীনই প্রকাশ্যে এসেছে জনপ্রিয় ওয়েব সিরিজ ' পঞ্চায়েত ' এর সিজন ৩-এর ট্রেলার।
/anm-bengali/media/post_attachments/421ae4f5e288e685b7337c14749ebf280be178d9341ad078087c2f032272ed20.webp)
এটি একটি রাজনৈতিক ওয়েব সিরিজ। ভোটের মধ্যে এই সিরিজের ট্রেলার প্রকাশিত হওয়ায় দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলবে বলে মনে করছেন পরিচালক।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)