নিজস্ব সংবাদদাতা: ১৮ মার্চ, কলকাতার জেডব্লিউ ম্যারিয়টে অনুষ্ঠিত জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৫, বাংলা চলচ্চিত্রের উৎকর্ষ উদযাপনের জন্য সেরা প্রতিভা, অসামান্য অভিনয় এবং শৈল্পিক প্রতিভাকে এক ছাদের নীচে একত্রিত করল।
/anm-bengali/media/media_files/2025/03/24/1qAxbfG8n0wOkd2Aro1S.PNG)
- শান্তনু মহেশ্বরী এবং বনি সেনগুপ্ত শিবপ্রসাদ মুখার্জিকে (বহুরূপী) সেরা অভিনেতার পুরস্কার তুলে দিলেন
- রাজকুমার রাও, সুনীল আগরওয়াল, পৌলোমি রায় শুভশ্রী গাঙ্গুলীকে (বাবলি) থেকে সেরা অভিনেত্রীর পুরস্কার তুলে দিলেন
/anm-bengali/media/media_files/2025/03/24/Y7lUs9fy3jDYaGlrySrb.PNG)
- বিশ্বজিৎ চ্যাটার্জীকে আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করলেন কৌশিক গাঙ্গুলি, শিবপ্রসাদ মুখার্জি ও সৃজিত মুখার্জি
- রাজকুমার রাও এবং জয় চ্যাটার্জী নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখার্জিকে (বহুরূপী) সেরা পরিচালকের পুরস্কার তুলে দিলেন
/anm-bengali/media/media_files/2025/03/24/wePShayvd7c20dO8ZUKU.PNG)