এক নয় একাধিক হামলার শিকার সইফ আলি খান, বিপদ মুক্ত নন অভিনেতা

৬ জায়গার আঘাতের মধ্যে ২ জায়গার আঘাত গুরুতর।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
saif_1584517036

File Picture

নিজস্ব সংবাদদাতা: অভিনেতা সইফ আলি খানের ওপর হামলা প্রথমে হালকা মনে হলেও যত সময় যাচ্ছে ততোই হামলার তীব্রতা বোঝা যাচ্ছে। তিনি সম্পূর্ণ বিপদ মুক্ত, তা এখনই বলতে পারছেন না চিকিৎসকেরা। কেননা, এক জায়গায় নয়, সইফের শরীরে গত রাতের হামলার প্রভাব হিসাবে ৬ জায়গায় ক্ষত রয়েছে। তাঁর হাত, পিঠ, গলায় রয়েছে সেই সব আঘাত। এমনটাই প্রাথমিক ভাবে জানা যাচ্ছে পুলিশ সূত্রে। 

৬ জায়গার আঘাতের মধ্যে ২ জায়গার আঘাত গুরুতর। পিঠে গুরুতর আঘাত রয়েছে তাঁর। কেননা প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, যখন সইফকে লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তখন তাঁর পিঠে কিছু ভারী জিনিস আটকে ছিল। হাসপাতালের চিকিৎসকেরা তা বের করেন। ফলে সেখানে আঘাত গুরুতর রয়েছে। মেরুদণ্ড পর্যন্ত আঘাত পৌঁছেছে কিনা, তা খতিয়ে দেখছে মেডিক্যাল টিম। 

Saif

অন্যদিকে, পাঁজরার হাড়ের কাছের আঘাতও বেশ গুরুতর বলে জানিয়েছে ডাক্তাররা। তারও পরীক্ষা-নিরীক্ষা চলছে বলে জানা যাচ্ছে। আপাতত, সইফের সাথেই হাসপাতালে রয়েছেন করিনা কাপূর খান ও পরিবারের বাকি সদস্যরা।

lilavati-hospital-express-photo