এদিনই দেবী লক্ষী হিসেবে ভগবান বিষ্ণুকে বেছে নিয়েছিলেন! দীপাবলির দিনেই লুকিয়ে রয়েছে অনেক পৌরাণিক কাহিনী

দীপাবলি মানে আলোর উৎসব। এই সময় সমস্ত বাড়ি, রাস্তা আলোয় ভরিয়ে তোলা হয়। বাড়িতে বাড়িতে প্রদীপ জ্বালানো হয়।

author-image
Tamalika Chakraborty
New Update
history of diwali 8

নিজস্ব সংবাদদাতা: দীপাবলি মানে আলোর উৎসব। এই সময় সমস্ত বাড়ি, রাস্তা আলোয় ভরিয়ে তোলা হয়। বাড়িতে বাড়িতে প্রদীপ জ্বালানো হয়। এই সময় দূর দেশে থেকে পরিবার বাড়িতে ফিরে আসেন। মিষ্টি মুখ করা হয়। দীপাবলি হলো অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির জয়। 

দীপাবলির নেপথ্যে হিন্দু পৌরাণিক কাহিনী রয়েছে। ১৪ বছর পর বনবাস থেকে স্ত্রী সীতা ও ভাই লক্ষণকে নিয়ে অযোধ্যায় ফিরে আসেন রাম। রাবণকে পরাস্ত করে রাম নিজের রাজ্যে ফিরে আসেন। সেই সময় রাজ্যের প্রজারা আনন্দে আলোর উৎসব করেন। সারা রাস্তা আলোকিত করে রাজ্যের সাধারণ মানুষ রামকে তাঁর নিজের রাজ্যে স্বাগত জানিয়েছিলেন। 

এই পৌরানিক কাহিনী সকলের জানা রয়েছে। কিন্তু দীপাবলির নেপথ্যে আর একটি পৌরাণিক কাহিনী রয়েছে। ভগবান কৃষ্ণ রাক্ষস নরকাসুরকে পরাজিত করেছিলেন এবং তাঁর রাজ্যের মানুষকে মুক্ত করেছিলেন। অসুর বধের দিনটিকে ভগবান কৃষ্ণ উৎসব পালন করার আহ্বান জানিয়েছিলেন।  এদিন বাড়িতে বাড়িতে লক্ষীর পুজোও হয়। মনে করা হয় এদিনই  দেবী লক্ষী তাঁর স্বামী হিসেবে বিষ্ণুকে বেছে নিয়েছিলেন।