নিজস্ব সংবাদদাতাঃ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, ভারতের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি সঞ্জীব খান্নাকে সুপারিশ করেছেন। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় কেন্দ্রীয় আইন মন্ত্রকের কাছে একটি চিঠিতে এই কথা জানিয়েছেন।
/anm-bengali/media/media_files/2024/10/17/XDL60Ymj5Bq7JeIGecIb.jpg)
সূত্র মারফত জানা গিয়েছে যে, বিচারপতি সঞ্জীব খান্না ভারতের ৫১তম প্রধান বিচারপতি হিসেবে প্রণীত হবেন।
/anm-bengali/media/post_attachments/images/newimg/16102024/16_10_2024-justice_sanjeev_khanna_23816790.jpg)