নিজস্ব সংবাদদাতা
'প্রজেক্ট কে'র শ্যুটিংয়ে গুরুতর চোট পেয়ে ঘরবন্দি অমিতাভ বচ্চন। সম্প্রতি, নিজের কলমে জানালেন একসময় তাঁর মদ্যপান ও ধূমপানে আসক্তির কথা। তবে বহু বছর হয়ে গেছে মদ কিংবা সিগারেট ছুঁয়েও দেখেননি তিনি। কীভাবে ছেড়েছিলেন নেশা নিজের ব্লকে লিখলেন সেকথা। বিগ বি লিখেছেন, পড়াশোনা শেষ করে চাকরি নিয়ে কলকাতায় চলে আসেন তিনি। এখানে চাকরি করতেন তিনি। কলকাতায় থাকাকালীন বিভন্ন সামাজিক অনুষ্ঠানে তিনি মদ্যপান করতেন বলে লিখেছেন। ধীরে ধীরে ঘনঘন মদ্যপানে তিনি অভ্যস্ত হয়ে পড়েন, আসক্তি তৈরি হয়। যদিও অমিত বচ্চনের জানিয়েছেন, ‘বহুবছর আগেই তিনি মদ্যপান ছেড়ে দিয়েছেন।', তবে তাঁর আক্ষেপ' আরও আগে সেটা ছাড়লে হয়ত ভালো হত।’ মদ্যপানের পাশাপাশি ধূমপানেও নেশাও একসময় তাঁকে পেয়ে বসেছিল। তবে পরবর্তী সময়ে সেটাও তিনি ছেড়ে দেন। বিগ বি লিখেছেন, ‘যখন ধূমপান করছেন, তখন জ্বলন্ত সিগারেটা ঠোঁটের কোণ থেকে ফেলে দিয়ে সেটাকে বিদায় দিন। যে অভ্যাস মানুষকে ক্যানসারের দিকে ঠেলে দেয়, তাকে ছেড়ে দেওয়াই উচিত।’