বিএসএফ জওয়ানদের স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
বিএসএফ জওয়ানদের স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা

নিজস্ব সংবাদদাতা : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গুজরাতের বানাসকাঁথা জেলার নাদাবেটে ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমানায় সীমান্ত দেখার পয়েন্টের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং অন্যান্য নেতারাও। বিএসএফ জওয়ানদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'আমি বিএসএফ জওয়ানদের বলতে চাই যে দেশ যদি সীমান্তের মধ্যে নিরাপদ থাকে, অগ্রগতি করে এবং বিশ্বে দ্রুত মর্যাদা বৃদ্ধি পায়, তার কারণ হল আপনি আপনার বাড়ি থেকে হাজার হাজার কিলোমিটার দূরে রয়েছেন জাতিকে পাহারা দেওয়ার জন্য। এমনকি, জ্বলন্ত মরুভূমিতে দাঁড়িয়েও কর্তব্য পালন করে যাচ্ছেন। যখনই জাতির সামনে কোনো সমস্যা দেখা দেয় বিএসএফ তার বীরত্ব প্রদর্শন থেকে পিছপা হয়নি। মহা বীর চক্র, ৪টি কীর্তি চক্র, ১৩টি বীর চক্র, ১৩টি শৌর্য চক্র এবং অসংখ্য আত্মত্যাগের অমর কাহিনী নিয়ে এগিয়ে যায়। দেশ আপনাকে নিয়ে গর্বিত।'​