নিজস্ব সংবাদদাতা: শুক্রবার সকালেই রাজ্যজুড়ে হিংসা রুখতে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কয়েক ঘণ্টার মধ্যেই মুর্শিদাবাদে পৌঁছান রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর সরাসরি নির্দেশেই এই সফর করেছেন তিনি।
জানা গিয়েছে, জেলা সদর বহরমপুরে পুলিশ কর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করতে পারেন ডিজি। পাশাপাশি হিংসা কবলিত এলাকাগুলিও ঘুরে দেখার সম্ভাবনা রয়েছে তাঁর। বিশেষ করে সামশেরগঞ্জ, সুতি সহ বেশ কিছু উত্তপ্ত অঞ্চলের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে পারেন তিনি।
/anm-bengali/media/media_files/2025/04/12/6venJMUyBYROetjRQIuG.JPG)
পুলিশ সূত্রের খবর, শুধুমাত্র প্রশাসনিক পর্যবেক্ষণ নয়, জেলা জুড়ে ছড়িয়ে পড়া অশান্তির উৎস ও চক্রীদের চিহ্নিত করাই এই সফরের মূল উদ্দেশ্য। ওয়াকফ প্রতিবাদের আড়ালে পরিকল্পিতভাবে হিংসা ছড়ানো হয়েছে কি না, তা খতিয়ে দেখতেই রাজীব কুমারের এই সরাসরি হস্তক্ষেপ।
তাঁর সফরের সময় আক্রান্ত বাসিন্দাদের সঙ্গে কথা বলারও পরিকল্পনা রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে তাঁদের পাশে থাকার বার্তা দেওয়া হবে বলেও জানা গেছে। এলাকায় শান্তি ফেরাতে প্রয়োজনীয় সব রকম পদক্ষেপই করবেন ডিজি, এমনই বার্তা মিলেছে রাজ্য পুলিশের তরফে।