নিজস্ব সংবাদদাতা: বিদ্যুৎ বিল বকেয়া থাকায় বাংলাদেশকে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ করে দিল আদানি পাওয়ার। ঝাড়খণ্ডের গোড্ডায় অবস্থিত আদানির তাপবিদ্যুৎকেন্দ্র থেকে এই বিদ্যুৎ সরবরাহ হত। বিদ্যুৎ বিলে অনিয়মিত পরিশোধ এবং কয়লার দাম সংক্রান্ত বিবাদের জেরেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, ৮০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট রয়েছে ঝাড়খণ্ডের ওই কেন্দ্রটিতে। এর মধ্যে একটি ইউনিট থেকে সরবরাহ ৮ এপ্রিলই বন্ধ করে দেওয়া হয়েছিল। শুক্রবার বন্ধ হয়ে যায় দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ সরবরাহও। ফলে আদানির তরফ থেকে এখন আর এক ইউনিট থেকেও বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ।
/anm-bengali/media/media_files/2025/04/13/FQV1nOo0Y4J2nipw72AQ.jpg)
এই পরিস্থিতিতে বাড়তি গরম ও বিদ্যুতের চাহিদা বাড়বে বলেই পূর্বাভাস। ফলে লোডশেডিং আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পিজিসিবি (PGCB) ও পিডিবি (PDB)। পিডিবি ইতিমধ্যেই পেট্রোবাংলার কাছে বাড়তি গ্যাস সরবরাহের অনুরোধ জানিয়েছে বিদ্যুৎ ঘাটতি পূরণের জন্য।
আদানির তরফে বারবার বকেয়া মেটানোর অনুরোধ
গত বছরও একই কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছিল আদানি। পরে বাংলাদেশ বকেয়া পরিশোধ শুরু করলে এক ইউনিট থেকে আবার সরবরাহ শুরু হয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ২টি ইউনিট থেকেই বিদ্যুৎ পাওয়ার জন্য আবেদন জানায়। মার্চ থেকে দুই ইউনিট থেকেই বিদ্যুৎ মিলছিল। কিন্তু বকেয়া সমস্যার সমাধান না হওয়ায় ফের সরবরাহ বন্ধের সিদ্ধান্ত নেয় সংস্থাটি।