খতম জম্মুর জঙ্গলে লুকিয়ে থাকা তিন পাক জঙ্গি!

বিজেপি নেত্রী শাগুন পরিহার বলেছেন, ভবিষ্যতে পাহাড়ি অঞ্চলে ঘুরে বেড়ানো সমস্ত জঙ্গিদের শীঘ্রই নির্মূল করা হবে।

author-image
Tamalika Chakraborty
New Update
jammu bjp leaser

নিজস্ব সংবাদদাতা: জম্মু ও কাশ্মীরের কিশতোয়ারে এক এনকাউন্টারে ৩ জন জঙ্গি নিহত হয়েছে। জম্মুর বিজেপি বিধায়ক শাগুন পরিহার বলেছেন, "এটি আমাদের বাহিনীর জন্য একটি বড় সাফল্য। বেশ কিছুদিন ধরে এই জঙ্গিদের সন্ধানে ভারতের নিরাপত্তাবাহিনী তল্লাশি অভিযান শুরু করেছিল। অবশেষে এই তিন জঙ্গি নিহত হয়েছে।  ভবিষ্যতে পাহাড়ি অঞ্চলে ঘুরে বেড়ানো সমস্ত জঙ্গিদের শীঘ্রই নির্মূল করা হবে এবং আমাদের জম্মু ও কাশ্মীর শীঘ্রই সন্ত্রাসবাদ মুক্ত হয়ে যাবে।"

Indian Army