চিন্ময় প্রভুকে মুক্তি না দিলে... এবার গর্জে উঠলেন বাংলাদেশের সংখ্যালঘুরা

চিন্ময় প্রভুকে মুক্তির দাবি জানাল বাংলাদেশ সনাতন পার্টি।

author-image
Tamalika Chakraborty
New Update
chinmay krishna das

নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের উপর ধারাবাহিক নির্যাতনের অভিযোগ তুলে মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাসের অবিলম্বে মুক্তির দাবি জানাল বাংলাদেশ সনাতন পার্টি (বিএসপি)। শুক্রবার এক সাংবাদিক বৈঠকে পার্টির পক্ষ থেকে জানানো হয়, ষড়যন্ত্রমূলকভাবে গ্রেফতার করা হয়েছে চিন্ময় প্রভুকে। তাঁকে মুক্তি না দিলে দেশজুড়ে আন্দোলনে নামবে দল।

সনাতন পার্টির অভিযোগ, দীর্ঘদিন ধরেই হিন্দু সম্প্রদায়ের মানুষরা বাংলাদেশে বঞ্চনা ও নির্যাতনের শিকার হয়ে আসছেন। তাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে, অথচ কোনও ন্যায়বিচার মিলছে না। পার্টির দাবি, সাম্প্রতিক গণআন্দোলনের সময় হিন্দু সম্প্রদায়ের মানুষরা অপশক্তির বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছিলেন, আর তার পরেই সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাসকে টার্গেট করে গ্রেফতার করা হয়েছে।

gf

বাংলাদেশের জনপ্রিয় সংবাদমাধ্যম কালের কণ্ঠ-এর প্রতিবেদন অনুযায়ী, সনাতন পার্টির কর্মী সম্মেলনের মঞ্চ থেকে অধ্যাপক অশোক তরু দাবি করেন, “১৯৪৭ সাল থেকেই সনাতন ধর্মাবলম্বীরা নিপীড়নের শিকার। হিন্দুদের বাড়ি ও মন্দিরে বারবার হামলা হয়েছে, চালানো হয়েছে লুটপাট।”

তিনি আরও অভিযোগ করেন, “দেশে গণঅভ্যুত্থানের পরে হিন্দু সম্প্রদায়ের মানুষরা রুখে দাঁড়িয়েছিলেন। তারই পরিণতিতে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় প্রভুর বিরুদ্ধে মিথ্যা মামলা সাজানো হয়েছে।”

সনাতন পার্টির তরফে স্পষ্ট জানানো হয়েছে, অবিলম্বে চিন্ময় প্রভুর মুক্তি না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবে এবং এই বিষয়ে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণের চেষ্টাও করা হবে।