নিজস্ব প্রতিনিধি: নীল পুজোর দিন ভোর থেকেই শিবের মাথায় জল ঢালতে ভক্তদের ভিড়।
ভোর চারটে থেকে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৩ নং সত্যপুর গ্রাম পঞ্চায়েতের মাড়তলা বাজারে সত্যেশ্বর জীউর মন্দিরে জল ঢালার জন্য ভক্তদের লম্বা লাইন। ডেবরা ছাড়াও কেশপুর, পিংলা, পাঁশকুড়া সহ বিভিন্ন প্রান্তের মানুষজন হাজির হয় এই মন্দিরে।