এবার হাফিজ সইদের ছেলেকে ‘সন্ত্রাসবাদী’র তকমা কেন্দ্রের

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
এবার হাফিজ সইদের ছেলেকে ‘সন্ত্রাসবাদী’র তকমা কেন্দ্রের

নিজস্ব সংবাদদাতাঃ  মুম্বই হামলার মূলচক্রী হাফিজ সইদের ছেলে তালহা সইদকে ‘স্বতন্ত্র সন্ত্রাসবাদী’র তকমা দিল ভারত। শুক্রবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে এই কথা জানানো হয়েছে। এই নিয়ে ৩২ জন সন্ত্রাসবাদীকে এই তকমা দিয়ে চিহ্নিত করা হল। গতকালই পাক আদালত ৩১ বছরের হাজতবাসের সাজা দিয়েছে সইদকে। তারপরই তার ছেলে সম্পর্কে এই বিজ্ঞপ্তি প্রকাশ করল ভারত। এর আগে দাউদ ইব্রাহিম, মাসুদ আজহার এবং হাফিজ সইদের মতো বহু সন্ত্রাসবাদীকে এই তকমা দিয়েছে ভারত। তালিকায় নয়া সংযোজন হাফিজ-পুত্র। ৪৬ বছরের তালহা লাহোরের বাসিন্দা। স্বরাষ্ট্রমন্ত্রকের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তালহা লস্করের  সক্রিয় সদস্য়। জঙ্গি নিয়োগ থেকে শুরু করে হামলার ছক কষা ও তা কার্যকর করার মতো নানা বিষয়ের সঙ্গে সে জড়িত। মূলত ভারত ও আফগানিস্তানে ভারতীয় নির্মাণের উপরে হামলা চালানোর ছক কষতে দেখা গিয়েছে তাকে। অবশেষে ইউএপিএ ধারায় তালহাকে ‘স্বতন্ত্র সন্ত্রাসবাদী’র তকমা দিল কেন্দ্র।