তুষ্টিকরণের জন্য বাংলায় হিন্দুদের উপর অত্যাচার চলছে ! মুখ্যমন্ত্রীকে কড়া আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী

রাজ্যের অশান্তি প্রসঙ্গে কি মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত ?

author-image
Debjit Biswas
New Update
Mamata Banerjee

নিজস্ব সংবাদদাতা : এবার ওয়াকফ সংশোধনী বিল নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক কিছু মন্তব্যের তীব্র বিরোধিতা করলেন কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। আজ তিনি বলেন, “বাংলায় এক শ্রেণীর মানুষকে তুষ্টিকরণের জন্য যে পরিবেশ তৈরি হয়েছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। রাম নবমী থেকে শুরু করে ওয়াকফ আইন বিরোধী মিছিল পর্যন্ত, সব বিষয়েই লাগাতার হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, মন্দির ভাঙচুর হচ্ছে, মহিলাদের উপর নির্যাতন হচ্ছে, কিন্তু সবকিছুতেই রাজ্য সরকার নীরব। এই পরিস্থিতি যেন দেশভাগের সময়কার বাংলাকে আবার একবার মনে করিয়ে দিচ্ছে।”

gajendra singh edit.jpg

তবে তিনি আশাবাদী, রাজ্যের মানুষ এবার নিজেদের বিবেককে জাগিয়ে পরিবর্তনের পথে হাঁটবে এবং বাংলায় বিজেপির সরকার গঠিত হবে।