নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর: জ্বলছে মুর্শিদাবাদ, উত্তপ্ত রাজ্যের একাধিক প্রান্ত। তবে দুর্গাপুরে আবারো সম্প্রীতির ছবি।
হনুমান জয়ন্তীর পদযাত্রায় অংশগ্রহণকারী হিন্দুদের তৃষ্ণা নিবারণ করার ব্যবস্থা করলেন মুসলিমরা। এই চিত্র যেন দেশের মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিল।
শনিবার সন্ধ্যায় দুর্গাপুরের কোকওভেন থানার বাঁকুড়া মোড়ে হনুমান জয়ন্তীর শোভাযাত্রা চলছিল। তখনই রাইডাঙ্গা এলাকার মুসলিম যুবক-যুবতীরা ঠান্ডা পানিও নিয়ে দাঁড়িয়ে ছিল।
তীব্র গরমে তাদের হাত থেকে জল খেয়ে খানিকটা তৃষ্ণা নিবারণ করলেন শোভাযাত্রায় অংশ নেওয়া হিন্দুরা।
এইভাবে হিন্দু মুসলিমের সম্প্রীতি দেখে অনেকে বলতে লাগলো বড়ু চন্ডীদাসের সেই বিখ্যাত উক্তি, "সবার উপর মানুষ সত্য, তাহার উপর কিছু নয়"।