নিজস্ব সংবাদদাতা : এবার মুর্শিদাবাদের হিংসা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করলেন বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা। আজ এই বিষয়ে তিনি বলেন, “বাংলা জ্বলছে, আর এর সম্পূর্ণ দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকারকে নিতে হবে। এই অশান্তি রাজ্যের দ্বারা পরিচালিত, রাজ্যের দ্বারা প্রজেক্টেড ও রাজ্যের প্ররোচিত হিংসার ঘটনা। হিন্দুদের বাড়ি, মন্দির টার্গেট করে আগুন লাগানো হচ্ছে, হিন্দুদের জোর করে ঘরছাড়া করা হচ্ছে। সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের বাংলায় হিন্দুদের ওপর এভাবে আক্রমণ লজ্জাজনক।”
/anm-bengali/media/media_files/s7AAOK5UPw7BGYqc3TNz.jpg)
তিনি আরও বলেন, “কোথাও কোথাও গেরুয়া পতাকা নামিয়ে দেওয়া হচ্ছে, দোকানপাট পুড়িয়ে দেওয়া হচ্ছে, আর মুখ্যমন্ত্রী এখনও তুষ্টিকরণের রাজনীতি করছেন,এটা লজ্জার।”