নিজস্ব সংবাদদাতা : এবার মুর্শিদাবাদের হিংসার ঘটনায় বড় আপডেট দিল পশ্চিমবঙ্গ পুলিশ। মুর্শিদাবাদের সামসেরগঞ্জ, ধুলিয়ান এলাকায় সাম্প্রতিক হিংসার ঘটনার পরিপ্রেক্ষিতে এখনও পর্যন্ত প্রায় ১৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে, পশ্চিমবঙ্গ পুলিশ।
/anm-bengali/media/media_files/2025/04/12/nIrklGrCJnhyA8aGXhYc.png)
আইনশৃঙ্খলা বজায় রাখতে ওইসব এলাকায় পর্যাপ্ত পুলিশ বাহিনীও মোতায়েন করা হয়েছে। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, যারা যারা হিংসা ছড়িয়েছে বা সম্পত্তি নষ্ট করেছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।