মুর্শিদাবাদের হিংসার ঘটনায় এবার মুখ খুললেন সাংসদ খলিলুর রহমান !

মুর্শিদাবাদের হিংসার ঘটনায় কি বললেন জঙ্গিপুরের তৃণমূল সাংসদ খলিলুর রহমান ?

author-image
Debjit Biswas
New Update
KHALILUR

নিজস্ব সংবাদদাতা : মুর্শিদাবাদের হিংসার ঘটনায় এবার মুখ খুললেন জঙ্গিপুরের তৃণমূল সাংসদ খলিলুর রহমান। আজ মুর্শিদাবাদের সাম্প্রতিক হিংসার ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, "এই ঘটনা অনভিপ্রেত ও অত্যন্ত দুঃখজনক। কোনও রাজনৈতিক নেতা বা রাজনৈতিক সংগঠনের ব্যানার এই ঘটনার পেছনে ছিল না। কিছু কিশোর এখানে এসে জমায়েত করে, ও  যেখানে-সেখানে পাথর ছোঁড়ে, যারফলে অনেক পুলিশও আহত হয়েছে। আমি সবার কাছেই শান্তির আবেদন করেছি।''

KHALILUR

এরপর তিনি বলেন, ''আমি স্থানীয় বিধায়ক ও সম্মানীয় ব্যক্তিদের নিয়ে এলাকায় রুট মার্চ করেছি। পুলিশ সমগ্র এলাকায় সক্রিয় রয়েছে। আমি আশা করি, আবার আমরা সকলে একসাথে ভাইয়ের মতো মিলেমিশে থাকব।"