নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি ওয়াকফ আইন বিরোধী একটি মিছিলকে কেন্দ্র করে চূড়ান্ত অশান্তির সৃষ্টি হয় সমগ্র মুর্শিদাবাদ জুড়ে। আর এবার এই বিষয়কে কেন্দ্র করেই এক বড় মন্তব্য করে বসলেন বিজেপি নেতা অমিত মালব্য। পুলিশের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন তুলে কার্যত রাজ্যের শাসকদলকে তীব্র আক্রমণ করেন তিনি।
/anm-bengali/media/media_files/V7gws5ZJykvEMMeByYex.jpg)
আজ নিজের এক্স (টুইটার) হ্যান্ডেলে তিনি লেখেন, ''মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘ইসলামপন্থী’ দুষ্কৃতীদের প্রতি নরম মনোভাবের কারণে, রাজ্য পুলিশের মনোবল চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ প্রথমে দাঙ্গাপ্রবণ এলাকায় প্রবেশ করতেই রাজি ছিল না, BSF আসার পরেই তারা পদক্ষেপ নেয়। ঘটনাস্থলে খোদ রাজ্যের ডিজিপিকে উপস্থিত থাকতে হয় পুলিশকে তৎপর করার জন্য। এমন নজির এর আগেও দেখা গেছে, সন্দেশখালির ঘটনাতে। রাজনৈতিকভাবে সংকটে পড়লে, পুলিশের কাঁধে দায় ঠেলে দেয় সরকার, এই অভিযোগ এর আগেও উঠেছে। প্রশাসনের উচ্চ স্তরের কর্মকর্তারা মুখ্যমন্ত্রীর ‘ঢাল’ হিসেবে ব্যবহৃত হচ্ছেন বলেও অনেকেই মনে করছেন।''