নিজস্ব প্রতিনিধি: গতকাল রাতেই পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের বাড়াগড় থেকে শয়ে শয়ে ভক্তরা কোলাঘাটের রূপনারায়ন থেকে বাঁকে করে জল নিয়ে ডেবরার যজ্ঞেশ্বর জীউর মন্দিরে জল ঢালতে উপস্থিত হলেন।
মূল আকর্ষণ হল শিবকে কাঁধে করে নিয়ে কোলাঘাট থেকে ডেবরা এলেন ভক্তরা। ভক্তদের জন্য পানীয় জলের ব্যাবস্থা করেন কর্মাধ্যক্ষ শান্তি টুডু ও সীতেশ ধাড়া।