৪ অভিযুক্তের ফাঁসির হুকুম পাক আদালতের

author-image
Harmeet
New Update
৪ অভিযুক্তের ফাঁসির হুকুম পাক আদালতের

নিজস্ব সংবাদদাতাঃ একলপ্তে চারজনকে ফাঁসির সাজা দিল পাকিস্তান । অপরাধ তাদের ‘গুরুতর’! মুম্বই হামলার মাস্টারমাইন্ড ‘গ্লোবাল জেহাদি’ হাফিজ সইদকে খুনের চেষ্টা করেছিল তারা। এই ষড়যন্ত্রে যুক্ত থাকার অপরাধে আরেক মহিলাকে ৫ বছরের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে পাকিস্তান সন্ত্রাসদমন আদালত। পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছিল আগেই। কোটা লোকপত জেলে ছিল তারা। চার হাই প্রোফাইল দুষ্কৃতী যাতে কোনও মতে পালাতে না পারে তাই কড়া নিরাপত্তায় জেলের চারিদিক ঘিরে ফেলা হয়। বুধবারও ভিডিও মারফত জেল থেকে শুনানি চলছিল। সেই শুনানি শেষে বিচারপতি আরশাদ হুসেন ভুট্টো রায়দান করেন। জানান, পাকিস্তানে নিষিদ্ধ সংগঠন তেহেরিক-ই-তালিবানের সদস্য ইদ গুল এবং তার তিন সঙ্গী পিটার পল ডেভিড, সাজ্জাদ শাহ এবং জিয়াউল্লাহকে ফাঁসির সাজা দেওয়া হল। এই ষড়যন্ত্রের অংশীদার হওয়ায় আয়েশা বিবিকে ৫ বছরের কারাদণ্ডের সাজা দিল আদালত।