নিজস্ব সংবাদদাতাঃ ধূমপান ছাড়লে ওজন বেড়ে যায়। ধূমপান ছাড়ার সময় ওজন বৃদ্ধির জন্য আসলে দায়ী আমাদের মস্তিষ্ক। কারণ তখন শরীরে নিকোটিনের পরিমাণ একেবারেই থাকে না। আর যা আমাদের ভুল ভাল খাবারের জন্য উৎসাহিত করে।
সিগারেট খিদে কমায়। আর তাই ধূমপান ছেড়ে দিলে অনেক বেশি খিদে পায়। ধূমপান ছাড়লে বিপাক ক্রিয়া কমে যায়। নিকোটিনের অভাবে বিপাক অনেক ধীরে হয়। যা ওজন বৃদ্ধির অন্যতম কারণ
অনেকেই ধূমপান ছেড়ে মদ্যপানে আসক্ত হয়ে পড়েন। এই কারণেও ওজন বাড়ে