নিজস্ব সংবাদদাতাঃ দরিদ্রতা থেকে মুক্তি পেতে গিয়ে প্রাণ হারাতে হল প্রায় অর্ধশত জনকে। বৃহস্পতিবার দক্ষিণ মেক্সিকোতে একটি সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৫৩ জন মারা গিয়েছে বলে জানা যায়। এঁদের মধ্যে বেশ কয়েকজন শিশু এবং মহিলাও ছিলেন। আরও বহু মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। জানা গিয়েছে, মৃতরা বাস্তুহীন পরিযায়ী ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই ট্রাকটিতে ১০০ জনেরও বেশি মানুষ ছিল। জানা গিয়েছে, দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫৮ জন। ঘটনার প্রেক্ষিতে মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ দুঃখ প্রকাশ করেছেন।