নিজস্ব সংবাদদাতা: দিলীপ ঘোষের বিয়ে বর্তমানে রাজ্যের চর্চার কেন্দ্রবিন্দু। তবে দিলীপ ঘোষের বিয়ে নিয়ে কিছুটা মজার ট্যুইট করেছেন কুণাল ঘোষ।
/anm-bengali/media/media_files/2025/04/19/TAHs2Ybi7QurhEIS8Cry.jpg)
তিনি দাবি করেছেন, দিলীপ ঘোষের বিয়েতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনস্বীকার্য ভূমিকা রয়েছে। তিনি ট্যুইট করে বলেছেন, "যেহেতু মর্নিং ওয়াকে নিয়মিত যেতেন ইকো পার্কে, যেহেতু ওখানেই পরিচয় থেকে আজ পরিণয়, এবং যেহেতু ওই অপূর্ব ইকো পার্কটি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি; তাই এই মিলনের পিছনে মুখ্যমন্ত্রীর ভূমিকা সত্যিই অনস্বীকার্য"।