দিলীপ ঘোষের বিয়ে: খোঁচা দিয়ে কবিতা লিখলেন কুণাল ঘোষ- রইল আপনাদের জন্য

দিলীপ ঘোষের বিয়েই কবিতা লিখলেন কুণাল ঘোষ।

author-image
Aniket
New Update
s

File Picture

নিজস্ব সংবাদদাতা: গতকাল ৬০ পেরিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তারপরেই দিলীপ ঘোষের বিয়ে

নিয়ে বিজেপিকে খোঁচা দিয়ে কবিতা লিখেছেন কুণাল ঘোষ। কুণাল ঘোষ ট্যুইট করে লেখেন, 

"দিলীপ ঘোষের বিয়ের সাঁঝে
   চাঁদ উঠেছে ওই-
দিদির ফুল পৌঁছে গেছে,
   কাঁথির তিনি কই ???
বিজেপির হাল খাতা আজ
    বেজায় রকম বেহাল,
ডাক পেল না যারা
    তাদের লিস্টি হবে কাল।।"

কুণাল ঘোষের এই কবিতা ঘিরে চর্চা শুরু হয়েছে।

fg