নিজস্ব সংবাদদাতা: আজ দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। তবে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমার সম্ভাবনা।
/anm-bengali/media/media_files/UNn8JczIhdsgN1pExYf0.jpg)
কলকাতায় সকাল থেকে চলছে মেঘ ও রোদের লুকোচুরি। আগামী সপ্তাহে ফের বাড়তে পারে তাপমাত্রা। সপ্তাহের শেষ দিকে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে।
এদিকে, উত্তরবঙ্গের পাঁচ জেলা—দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।