নিজস্ব সংবাদদাতা: ফের অশান্ত ভাঙড়। ফের একবার চললো হামলা। ভাঙড়ের চকমরিচা গ্রামে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর করে আগুন লাগানোর অভিযোগ উঠল ISF-এর বিরুদ্ধে।
গত সোমবার ওয়াকফ-প্রতিবাদীদের মিছিল আটকানোয় ভাঙড়ে উত্তেজনা ছড়ায় চরম মাত্রায়। শোনপুরে পুলিশের গাড়ি ভাঙচুর করে, বাইক জ্বালিয়ে দেওয়া হয়। আক্রান্ত হন পুলিশ কর্মীরা। ওই ঘটনার প্রতিবাদে আগামীকাল শোনপুর চলো কর্মসূচির ডাক দিয়েছে তৃণমূল।
/anm-bengali/media/media_files/2024/11/03/wuZLy8jfSqZ471nZIIgD.jpg)
আর তার আগেই ভাঙড়ের চালতাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের চকমরিচা গ্রামে নতুন করে উত্তেজনা ছড়াল সকাল থেকে। পার্টি অফিস জুড়ে ভাঙচুরের ছবি ধরা পড়ল চতুর্দিকে। অভিযোগের তির সরাসরি আইএসএফের দিকে। যদিও আইএসএফ অভিযোগ অস্বীকার করেছে। ঘটনাস্থলে উপস্থিত রয়েছে উত্তর কাশীপুর থানার পুলিশ।