পাকিস্তান- ধংসযজ্ঞের ছবি প্রকাশ্যে আনল ভারত
BREAKING: অপারেশন সিঁদুরে শুধু তিন বাহিনী নয়, ভারতবাসীকেও কৃতিত্ব দিলেন এয়ার মার্শাল!
BREAKING: আমাদের জবাবে পাকিস্তানের যা ক্ষতি হয়েছে তা ওদের কারণেই- বিস্ফোরক এয়ার মার্শাল
‘Signing off’ বিরাটের একটা ম্যাসেজ ঝড় তুললো বিরাট ফ্যানেদের মনে, যা জানা গেল মানা যাচ্ছে না!
Breaking: ফের জটিল পরিস্থিতি, ভারত-পাকিস্তান DGMO বৈঠকের সময় বদল, দুপুরে না এবার সন্ধ্যায় হবে বৈঠক
BREAKING: সোমবার দুপুরে পাকিস্তানে হল ধামাকা! কেঁপে গেল
BREAKING: পাক উত্তেজনার মাঝেই রাজস্থানের স্টেডিয়ামে হামলার হুমকি! সঙ্গে সঙ্গে খালি করা হল
BREAKING: "আমাদের প্রতিবেশীদের জানি"- ভারত-পাক উত্তেজনার মাঝে এবার বিস্ফোরক ইসরোর চেয়ারম্যান!
একটি যুগের অবসান হলো- বিরাট কোহলি

আজ ধুলিয়ানে জাতীয় মহিলা কমিশন, শুনছেন মহিলাদের আর্তনাদ

বিজয়া কিশোর রাহাতকার তাঁদেরকে আশ্বস্ত করেছেন।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Go0DqA_a4AANUcx

File Picture

নিজস্ব সংবাদদাতা: শুক্রবারই জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিদল সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখেন মালদার অস্থায়ী আশ্রয় শিবিরের। আর আজ, শনিবার জাতীয় মহিলা কমিশনের সদস্যরা গেলেন মুর্শিদাবাদের ধুলিয়ানে। জাতীয় মহিলা কমিশনের টিমে আছেন খোদ চেয়ারপার্সন বিজয়া কিশোর রাহাতকার। আর রাজ্য থেকে রয়েছেন বিজেপি নেত্রী শ্রীরূপা মিত্র চৌধুরী।

এদিন মুর্শিদাবাদের ধুলিয়ান, বেতবোনা ঘুরে দেখেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিদল। প্রথমে অস্থায়ী আশ্রয় শিবিরে গিয়ে কথা বলেন আক্রান্ত ও ঘরছাড়া মহিলাদের সঙ্গে। শোনেন তাঁদের দুঃখ-দুর্দশার কথা। 
জাতীয় মহিলা কমিশনকে দেখে কান্নায় ভেঙে পরেন গ্রামের মহিলারা। তাঁদের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শোনান তারা। তাঁদের নিরাপত্তা কে দেবে বারবার করে জানতে চান তারা।

Go0Dp8WaMAABTum

চেয়ারপার্সন বিজয়া কিশোর রাহাতকার তাঁদেরকে আশ্বস্ত করেছেন। কীভাবে তাঁদেরকে নিরাপদে রাখা যায়, সেই বিষয়টিও খোলসা করেছেন। কীভাবে স্থায়ী বিএসএফ ক্যাম্প এলাকাগুলিতে তৈরি করা যায়, তাও ভেবে দেখা হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় মহিলা কমিশনের সদস্যরা। তাঁদের এই কথা বলার উপর নির্ভর করেই তারা তৈরি করবেন রিপোর্ট এবং সেই রিপোর্ট জমা পড়বে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। তিনি ব্যবস্থা নেবেন বলেই জানিয়েছেন জাতীয় মহিলা কমিশনের সদস্যরা।