নিজস্ব সংবাদদাতা: শুক্রবারই জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিদল সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখেন মালদার অস্থায়ী আশ্রয় শিবিরের। আর আজ, শনিবার জাতীয় মহিলা কমিশনের সদস্যরা গেলেন মুর্শিদাবাদের ধুলিয়ানে। জাতীয় মহিলা কমিশনের টিমে আছেন খোদ চেয়ারপার্সন বিজয়া কিশোর রাহাতকার। আর রাজ্য থেকে রয়েছেন বিজেপি নেত্রী শ্রীরূপা মিত্র চৌধুরী।
এদিন মুর্শিদাবাদের ধুলিয়ান, বেতবোনা ঘুরে দেখেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিদল। প্রথমে অস্থায়ী আশ্রয় শিবিরে গিয়ে কথা বলেন আক্রান্ত ও ঘরছাড়া মহিলাদের সঙ্গে। শোনেন তাঁদের দুঃখ-দুর্দশার কথা।
জাতীয় মহিলা কমিশনকে দেখে কান্নায় ভেঙে পরেন গ্রামের মহিলারা। তাঁদের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শোনান তারা। তাঁদের নিরাপত্তা কে দেবে বারবার করে জানতে চান তারা।
/anm-bengali/media/media_files/2025/04/19/WOBxV484ZUztFbnsQJ5G.jpg)
চেয়ারপার্সন বিজয়া কিশোর রাহাতকার তাঁদেরকে আশ্বস্ত করেছেন। কীভাবে তাঁদেরকে নিরাপদে রাখা যায়, সেই বিষয়টিও খোলসা করেছেন। কীভাবে স্থায়ী বিএসএফ ক্যাম্প এলাকাগুলিতে তৈরি করা যায়, তাও ভেবে দেখা হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় মহিলা কমিশনের সদস্যরা। তাঁদের এই কথা বলার উপর নির্ভর করেই তারা তৈরি করবেন রিপোর্ট এবং সেই রিপোর্ট জমা পড়বে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। তিনি ব্যবস্থা নেবেন বলেই জানিয়েছেন জাতীয় মহিলা কমিশনের সদস্যরা।