BREAKING: সীমান্তের মানুষদের মনোবল বাড়াতে এবার বিকানের যাবেন মোদি ! দেখুন বড় খবর
BREAKING: কৃষকদের আয় বাড়াতে বড় পদক্ষেপ নিল ওড়িশা ! বড় ঘোষণা করলেন ধর্মেন্দ্র প্রধান
ঝড়ে বিপর্যস্ত বেলপাহাড়ি, বন্ধ রাজ্য সড়ক
BREAKING: চাকরিহারা শিক্ষকরা নয়,উস্কানি দিয়েছিল খোদ পুলিশ ! এবার বিকাশ ভবন নিয়ে বড় মন্তব্য করলো সংগ্রামী যৌথ মঞ্চ
বাল্যবিবাহ রুখতে পুলিশের বিশেষ কর্মসূচি
BREAKING: রিভিউ পিটিশন করলে আবার চড় খাবে রাজ্য সরকার ! বড় মন্তব্য করলো সংগ্রামী যৌথ মঞ্চ
BREAKING: আমার বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে ! চাপে পরে সাফাই গাইলেন মধ্যপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী জগদীশ দেবদা
BREAKING: তুরস্ক ও আজারবাইজানের সঙ্গে সব ব্যবসায়িক সম্পর্ক ছিন্নের ঘোষণা করলো কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স (CAIT) !
ঝড়ে বিধ্বস্ত মেদিনীপুর, গাছ পড়ে বন্ধ হাসপাতাল যাওয়ার রাস্তা

ইট ভাটায় কাজ করতে গিয়ে বজ্রপাত মর্মান্তিক মৃত্যু পিংলার যুবকের, পাশে মন্ত্রী

ইট ভাটায় কাজ করতে গিয়ে বজ্রপাত মর্মান্তিক মৃত্যু পিংলার যুবকের।

author-image
Aniket
New Update
x

নিজস্ব প্রতিনিধি: ইট ভাটায় কাজ করতে গিয়ে বজ্রপাতের মৃত্যু হল পশ্চিম মেদিনীপুরের পিংলার এক যুবকের। সরকারি সাহায্য হাতে দিয়ে পরিবারকে সমবেদনা জানালেন রাজ্যের মন্ত্রী ডঃ মানস রঞ্জন ভুঁইয়া।

r

পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার অন্তর্গত মালিগ্রাম ৫ নম্বর অঞ্চলের আগরয়াড়া এলাকার বাসিন্দা চন্দন ঘাটা (৩৪) নামে এক যুবকের মেদিনীপুর এলাকায় একটি ইটভাটায় কাজ করার সময় বৃহস্পতিবার বিকেলে বজ্রপাতে মৃত্যু হয়। মৃত যুবক অত্যন্ত দরিদ্র পরিবারের এবং তার দুটি সন্তান রয়েছে। এরপর ইটভাটা কর্তৃপক্ষ মৃত যুবকের পরিবারকে জানালে কান্নায় ভেঙে পড়েন নিহত দরিদ্র পরিবারের সদস্যরা।

 দুর্ঘটনার পরেই যুবকের দেহ ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শুক্রবার তার দেহ গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। 


শুক্রবার মৃত যুবকের পরিবারের সাথে দেখা করেন রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। তিনি মৃত যুবকের পরিবারের প্রতি শোক জ্ঞাপন করেন।

মন্ত্রী বলেন "অত্যন্ত দুঃখজনক ঘটনা, প্রাকৃতিক দুর্যোগে আকস্মিক ওই যুবকের মৃত্যু হয়েছে। মুখ্যমন্ত্রী খবর পাওয়ার পরেই আমাকে ফোন করে জানান , মৃত যুবকের পরিবারের হাতে দু'লক্ষ টাকার চেক তুলে দেওয়ার জন্য। তাই আমরা এই টাকা পরিবারের হাতে তুলে দিয়েছি"। পাশাপাশি মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া মৃত ব্যক্তির পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং দুটি সন্তানের পড়াশোনার জন্য সব রকম ভাবে সাহায্যের আশ্বাস দিয়েছেন। 


 
এদিন মানস রঞ্জন ভূঁইয়া ছাড়াও, এসডিপিও পাতিল যোগেশ, অশোক রাও, বিডিও লেপকা ওয়াংচুং শেরপা, পিংলা থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক চিন্ময় প্রামানিক এবং পিংলার ব্লক সভাপতি সেখ সবেরাতি, পঞ্চায়েত সমিতির সভাপতি নিমাই সিং, সহ একাধিক প্রশাসনিক কর্তা ব্যক্তি এবং জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ঘটনায় এলাকাবাসীরাও গভীর দুঃখ প্রকাশ করেছেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়।