জ্বলছে মুর্শিদাবাদ, তবে দুর্গাপুরে হনুমান জয়ন্তীতে ভিন্ন মাত্রা পেল সম্প্রীতি- মন স্পর্শ করবে আপনাদেরও
টার্গেট করা হচ্ছে হিন্দুদের ! এবার তৃণমূল সরকারকে কড়া আক্রমণ করলেন শেহজাদ পুনাওয়ালা
তুষ্টিকরণের জন্য বাংলায় হিন্দুদের উপর অত্যাচার চলছে ! মুখ্যমন্ত্রীকে কড়া আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী
শিবকে কাঁধে নিয়ে কোলাঘাট থেকে ডেবরা
ভয় পেয়েছিল পুলিশ ! মুর্শিদাবাদের অশান্তি প্রসঙ্গে বড় টুইট করলেন বিজেপি নেতা অমিত মালব্য
অশান্ত মুর্শিদাবাদ ! মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন খোদ দলেরই বিধায়ক
'জয় ভীম পদযাত্রা’ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী মাসুখ মান্ডভিয়া কি বললেন?
দিল্লির মন্ত্রী আশিস সুদ কি বলেছেন?
এত অত্যাচার সহ্য হচ্ছে না, মুর্শিদাবাদে ভিটেমাটি ছেড়ে পালতে হচ্ছে হিন্দুদের- কান্নায় ভেঙে পড়ছেন মহিলারা- ভিডিও সামনে এনে শোরগোল ফেলে দেওয়া হল

ভূঁয়ো স্বাস্থ্য সাথী কার্ড বানিয়ে গ্রেফতার ব্যবসায়ী

author-image
Harmeet
New Update
ভূঁয়ো স্বাস্থ্য সাথী কার্ড বানিয়ে গ্রেফতার ব্যবসায়ী

হরি ঘোষ,অন্ডাল: ভূঁয়ো স্বাস্থ্য সাথী কার্ড তৈরি করার অভিযোগে গ্রেফতার এক ব্যবসায়ী । ঘটনাটি অন্ডাল থানার উখরা এলাকার। ধৃত ব্যবসায়ীর নাম দিলীপ বার্নওয়াল । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।বিধানসভা নির্বাচনের আগে স্বাস্থ্য সাথী প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। এই কার্ডে চিকিৎস্যার জন্য সবোর্চ্চ ৫ লক্ষ টাকা পায় উপভোক্তারা । ইতিমধ্যেই প্রকল্পটির চাহিদা রয়েছে রাজ্য বাসীর । এর সুযোগ কে কাজে লাগাচ্ছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী । এমনই একটা ঘটনা সামনে এসেছে আন্ডালের উখরায় । ভূঁয়ো কার্ড বানানোর অভিযোগে পুলিশ উখরা থেকে গ্রেপ্তার করেছে এক মোবাইল দোকানের মালিককে। এর পরই ভূঁয়ো কার্ড চক্রের ঘাটনা প্রাকাশ্যে আসে। দিলীপ বাবুর কাছে স্বাস্থ্য সাথীর কার্ড বানিয়ে প্রতারণার শিকার হন রিতা বার্নওয়াল নামে উখরার এক মহিলা ।মহিলার স্বামী প্রদীপ বার্নওয়াল জানান,আমাদের পরিবারের স্বাস্থ্যসাথী কার্ড ছিলনা।খবর পাই দিলীপ বাবু স্বাস্থ্য সাথী কার্ড তৈরি করেন তার কাছে ২৬০০ টাকা দিয়ে আমরা কার্ড করাই। বিষয়টি সন্দেহ হওয়ায় কার্ডটি নিয়ে আমরা আন্ডাল বিডিওর কাছে গেলে জানতে পারি কার্ডটি ভূঁয়ো । বিডিও সুদীপ্ত বিশ্বাস জানান, ঘটনার কথা জানতে পেরে অভিযুক্তের নামে আমি আন্ডাল থানায় অভিযোগ করি ।অভিযোগের ভিত্তিতে মঙ্গল বার সন্ধ্যায় উখরা থেকে পুলিশ গ্রেপ্তার করে ব্যবসায়ী দিলীপ বার্নওয়ালকে।এই বিষয়ে ব্লক (অন্ডাল) মহিলা তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি প্রতিমা মুখার্জী বলেন,মাননীয়া মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর সুবিধার্থে এই প্রকল্পটি চালু করেছেন । ব্যক্তি স্বার্থে কিছু অসাধু ব্যক্তি ভূঁয়া কার্ড বানিয়ে মানুষকে প্রতারণা করছে বলে খবর পেয়েছি।