নিজস্ব সংবাদদাতা: 'জয় ভীম পদযাত্রা’ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী মাসুখ মান্ডভিয়া বলেন, "যুবরাই দেশের ভবিষ্যৎ। ডঃ বি আর আম্বেদকর সংবিধান দিয়েছেন এবং এর মাধ্যমে দেশের জনগণকে সমান অধিকার দিয়েছেন। যুবদের এই অধিকার নিয়ে এগিয়ে যেতে হবে, সংবিধানকে সম্মান করতে হবে এবং বিকশিত ভারতের লক্ষ্য পূরণ করতে হবে।"
/anm-bengali/media/post_attachments/97ebbcae-bf8.png)