নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি একটি ওয়াকফ আইন বিরোধী বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে চূড়ান্ত অশান্তির সৃষ্টি হয় মুর্শিদাবাদে। পরিস্থিতি একসময় এতটাই খারাপ হয়ে যায় যে, পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বিএসএফ-কে অনুরোধ করতে হয় প্রশাসনের তরফ থেকে। আর এবার এই বিষয়কে কেন্দ্র করেই মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন খোদ তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির।
/anm-bengali/media/media_files/g22jUiqQ0aRnfZ5wDj7h.jpg)
তিনি বলেন, ''পুলিশ কি পারবে, না পারবে না, আর সে কথা বলে লাভ নেই, কারণ তারা এমনিতেই ব্যর্থ। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে, যেখানে আমাদের মুখ্যমন্ত্রী নিজেই পুলিশমন্ত্রীর ভূমিকায় রয়েছেন , সেখানে বিএসএফ-কে ডাকতে হবেই বা কেন ?'' খোদ মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে হুমায়ুন কবিরের এই বক্তব্যের পর যথেষ্ট অস্বস্তিতে রয়েছে তৃণমূল।