নিজস্ব সংবাদদাতাঃ পেটপুজো ছাড়া পুজোর কথা ভাবা যায় না। আর এই পেট পুজোর মূল উদ্যোক্তারা হলেন ভেতো বাঙালিরা। বিরিয়ানি থেকে পিজ্জা কিছুই বাদ পড়ে না এই পুজোয়। এমনকি ভোগের রান্নাও আমোদে ভোগ করে বাঙালি। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, ভেটকির কাঁটার তরকারি, নবমীতে তো পোলাও আর খাসির মাংস অবশ্যই হতে হবে,সঙ্গে থাকতে হবে চিংড়ির মালাইকারি।