শহরে অজানা জ্বরের হানা, শিশুদের সুচিকিৎসার দাবিতে স্বারকলিপি জমা সারা ভারত গনতান্ত্রিক মহিলা সমিতির

author-image
Harmeet
New Update
শহরে অজানা জ্বরের হানা, শিশুদের সুচিকিৎসার দাবিতে স্বারকলিপি জমা সারা ভারত গনতান্ত্রিক মহিলা সমিতির

সুদীপ ব্যানার্জী, শিলিগুড়িঃ অজানা জ্বরের সঠিক পরিষেবা এবং শিশুদের সুচিকিৎসার দাবিতে শিলিগুড়ি হাসপাতাল সুপারকে স্বারকলিপি দিলো সারা ভারত গনতান্ত্রিক মহিলা সমিতি। হু হু করে বাড়ছে শিলিগুড়িতে শিশুদের জ্বর। উদ্বিগ্ন প্রশাসন থেকে শুরু করে স্বাস্থ্য দফতর। এই মুহুর্তে বেশ কিছু শিশুর মৃত্যু হয়েছে গোটা উত্তরবঙ্গে। শিশুদের এই চিকিৎসার ক্ষেত্রে যাতে কোনোভাবে গাফিলতি না হয় এই মূল দাবিকে সামনে রেখে রীতিমতো শহরে মিছিল করে স্বারকলিপি দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে।