নিজস্ব সংবাদদাতা, কোয়েটাঃ হোলির উৎসব উদযাপনের মাঝে হিন্দু ছাত্রদের উপর জামাত-ই-ইসলামীর ছাত্রদের হামলা কেবল কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি হিন্দুদের টার্গেট করা পাকিস্তানি প্রতিষ্ঠানের নীতি ছিল। পাকিস্তান ভারতে মুসলিম সংখ্যালঘুদের রক্ষা করার ভান করে কিন্তু অন্যদিকে সেই দেশেরই সেনাবাহিনী এবং আইএসআই হিন্দু সংখ্যালঘু ও নিরীহ বেলুচ, পশতুন এবং সিন্ধি সম্প্রদায়কে ক্রমাগত টার্গেট করে চলেছে। গত ২ মার্চ পাকিস্তানের সেনাবাহিনী বেলুচিস্তানের জাতীয় দিবসের অনুষ্ঠানে হামলা অবধি চালায়। পাকিস্তান নিজেই একটা সংক্রামক ক্যান্সার রোগ, যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে ধর্ম, দেশ এবং সর্বোপরি বিশ্ব।