নিজস্ব সংবাদদাতা : শনিবার সন্ধ্যায় ইংল্যান্ডের কাউন্টি ডারহামের স্ট্যানলি এলাকার এলম স্ট্রিটে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বিকেল ৫টা ২০ মিনিটের দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তারা এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পান। ঐ ব্যক্তির পঞ্চাশের কোঠায় বয়স। দ্রুত প্যারামেডিক দল ঘটনাস্থলে এসে চেষ্টা চালালেও তাকে বাঁচানো যায়নি। নিহতের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে।
/anm-bengali/media/media_files/klwshBdxiPMJCBADwi1O.jpg)
ঘটনাস্থলে এখনও কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। অপরাধ তদন্তকারী দল এবং ফরেনসিক বিশেষজ্ঞরা এলাকা ঘিরে তদন্ত চালাচ্ছেন। আশেপাশের বাসিন্দাদের জিজ্ঞাসাবাদও চলছে। ডিটেকটিভ সুপারিনটেনডেন্ট নিল ফুলার বলেছেন, "এটি অত্যন্ত দুঃখজনক ও ভয়ানক একটি ঘটনা। গুলিতে একজন মানুষ প্রাণ হারিয়েছেন। স্থানীয়দের ধন্যবাদ জানাই তাদের সহানুভূতির জন্য। নিহতের পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল।"
ডারহাম পুলিশ সবাইকে অনুরোধ জানিয়েছে, যারা ঘটনাটি প্রত্যক্ষ করেছেন বা কাছে থাকা সিসিটিভি কিংবা ড্যাশক্যাম ফুটেজ রয়েছে, তারা যেন দ্রুত পুলিশের সঙ্গে যোগাযোগ করেন।