নিজস্ব সংবাদদাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তামিলনাড়ু সফর সম্পর্কে বিজেপি নেত্রী তামিলিসাই সৌন্দরারাজন বলেছেন, "এই শুভদিনে (রাম নবমী) তামিলনাড়ু সফরের জন্য আমি আমাদের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই। তামিলনাড়ুতে ৮০০০ কোটি টাকার প্রকল্প উদ্বোধনের জন্য আমি তাকে ধন্যবাদ জানাতে চাই। আমি আমাদের মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের মনোভাবের নিন্দা জানাই। তামিনাড়ুর জন্য ভালো কিছু ঘটলে তার উদযাপন করা উচিত। তিনি চান সবকিছু রাজনীতির আওতায় আনা হোক।"
/anm-bengali/media/post_attachments/850776c6-b2d.png)