৩২% শুল্কেও শান্ত ইন্দোনেশিয়া, কূটনৈতিক পথ বেছে নিল জাকার্তা

ট্রাম্প ইন্দোনেশিয়ার পণ্যে ৩২% শুল্ক আরোপ করলেও, দেশটি পাল্টা জবাব না দিয়ে আলোচনা চালিয়ে যেতে চায়।

author-image
Debapriya Sarkar
New Update
Tariffs

নিজস্ব সংবাদদাতা : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইন্দোনেশিয়ার পণ্যের ওপর অতিরিক্ত ৩২% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। তবে এর জবাবে ইন্দোনেশিয়া পাল্টা কোনো শুল্ক আরোপ করবে না বলে জানিয়েছে দেশটির সরকার। ইন্দোনেশিয়ার প্রধান অর্থনৈতিক মন্ত্রী এয়ারলাঙ্গা হার্তার্তো এক বিবৃতিতে জানান, জাকার্তা এই পরিস্থিতি আলোচনার মাধ্যমে সমাধান করতে চায় এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে।

Tariffs

উল্লেখ্য, যুক্তরাজ্যের মতো কিছু দেশও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা শুল্ক আরোপ থেকে বিরত রয়েছে। তবে চীনসহ কয়েকটি দেশ, যারা ট্রাম্পের শুল্ক নীতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, তারা এরইমধ্যে পাল্টা পদক্ষেপ নিয়েছে। তবে, ইন্দোনেশিয়ার এই কৌশল শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে বাণিজ্য সমস্যা সমাধানের পথে এক ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।