নিজস্ব সংবাদদাতাঃ একটি নয়া গবেষণার মতে শিশুদের মধ্যে ক্রমেই বাড়ছে অতি-প্রক্রিয়াজাত খাদ্যের অভ্যাস।
যা ধীরে ধীরে শীশুদের খাদ্য তালিকায় এক বিশাল জায়গা নিচ্ছে। আর এই অভ্যাসই ধীরে ধীরে শিশুদের মধ্যে ক্ষতিকর প্রভাব ফেলছে বলে জানানো হয়েছে গবেষণার তরফে।
গবেষণার তরফ থেকে জানানো হয়েছে, অতি-প্রক্রিয়াজাত খাদ্য গুলির বেশির ভাগটায় হয় অস্বাস্থ্যকর। যার দরুণ এগুলি বেশি পরিমাণে খাওয়ায় শিশুদের দৈহিক স্বাস্থ্যে তার প্রভাব পরতে শুরু করে।
যা ধীরে ধীরে মারাত্মক হয়ে উঠতে পারে বলে জানানো হয়েছে গবেষণার তরফে।