নিজস্ব সংবাদদাতা: চাকরি খোয়াতে চলেছেন অ্যামাজনের হাজার হাজার কর্মী। বুধবারই বিশ্বের অন্যতম বড় রিটেল সংস্থা অ্যামাজনের তরফে জানানো হয়, ১৮ হাজার কর্মী ছাঁটাই করা হবে। আর্থিক মন্দা, অর্থনৈতিক অনিশ্চয়তাকে কারণ হিসাবে দেখিয়েই ছাঁটাইয়ের ঘোষণা করা হয়। সংস্থার তরফে জানানো হয়েছে, করোনাকালে ব্যাপক হারে কর্মী নিয়োগ করা হয়েছিল গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা পূরণ করার জন্য।
সংক্রমণ কমার পরও সংস্থার পণ্যের চাহিদা ও জনপ্রিয়তা একই রকম থাকবে বলে আশা করা হলেও, তা হয়নি। এর উপরে বিশ্বজুড়ে আর্থিক মন্দা দেখা দেওয়ায়, প্রতিযোগীতার বাজারে টিকে থাকতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, ২০২২ সালের শেষভাগেও দফায় দফায় কর্মী ছাঁটাই করা হয়েছে।