নিজস্ব সংবাদদাতা : এবার রাহুল গান্ধীকে নিয়ে ফের একবার বিস্ফোরক মন্তব্য করে বসলেন বিজেপি মুখপাত্র জয়বীর শেরগিল। মূলত বোস্টন সফরে রাহুল গান্ধীর ভাষণকে কেন্দ্র করেই এক বিস্ফোরক মন্তব্য করে বসলেন তিনি। তিনি বলেন,''আমার মনে হয় রাহুল গান্ধী এনটাইটেলড চাইল্ড সিনড্রোম (ECS - Entitled Child Syndrome)-এ ভুগছেন। নিজের নির্বাচনী ব্যর্থতা ঢাকতে, বিদেশের মাটিতে ভারতের গণতন্ত্রকে দোষারোপ করাই এখন তার প্রিয় খেলা হয়ে দাঁড়িয়েছে।''
/anm-bengali/media/media_files/sFck08ilf2v88L5AvLHY.webp)
এরপর তিনি বলেন,''রাহুল গান্ধী সংসদে হাজির থাকেন না, কোনও প্রশ্ন তোলেন না, কিন্তু বিদেশে গিয়ে ভারতের বদনাম করতে তিনি খুব ভালো পারেন। রাহুল গান্ধীকে এটা স্পষ্ট করতেই হবে কোন বহিরাগত শক্তি তার বক্তব্যের রূপরেখা তৈরী করছে।"