নিজস্ব সংবাদদাতা: দিল্লির নির্বাচনে জয়ের পর, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকার গঠন করে। বিজেপি সরকারে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন রেখা গুপ্ত। দিল্লিতে মুখ্যমন্ত্রীর পর এখন মেয়রও বিজেপির তরফ থেকেই হবেন। আম আদমি পার্টি মেয়র পদের নির্বাচন থেকে সরে এসেছে। ঘোষণা করেছেন অতিশি।
/anm-bengali/media/media_files/hOPEl3PIJvEjKV3MVSTM.jpg)