নিজস্ব সংবাদদাতা : ফের একবার কংগ্রেসকে কড়া আক্রমণ করলেন বিজেপি নেতা সম্বিত পাত্র। এবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বোস্টনের ভাষণ এবং ন্যাশনাল হেরাল্ড মামলায় তার ভূমিকা নিয়ে, সরব হলেন বিজেপি নেতা সম্বিত পাত্র। তিনি বলেন, ''আমরা সবাই জানি যে ২০১৮ সালে রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধী দুজনেই, মাত্র ৫০,০০০ টাকার মুচলেকায় জামিন পেয়েছিলেন। তখন তারা মুচলেকায় জামিন পাওয়ার পর, যেভাবে উৎসব পালন করছিলেন, আমরা বলেছিলাম, এটি দুর্নীতির উৎসব ছাড়া আর কিছুই নয়।''
/anm-bengali/media/media_files/gfZmpynTShXKampAv6I4.jpg)
এরপর তিনি আরও বলেন, ''এইবারেও কংগ্রেস তাদের দুর্নীতিকে ঠিক যেন একটা উৎসবের মতো পালন করার চেষ্টা করছে। তবে এবার আর তারা রেহাই পাবে না।"